১২ আগস্ট থেকে নেপালে শুরু হওয়ার কথা ছিল সাফ নারী জাতীয় চ্যাম্পিয়নশিপ। স্বাগতিক নেপাল টুর্নামেন্ট পেছানোর অনুরোধ জানিয়েছে সাফকে। ২০ জুন নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়েছে। নতুন কমিটির পক্ষে এত স্বল্প সময়ে টুর্নামেন্ট আয়োজন কষ্টসাধ্য।
সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল নারী সাফ সম্পর্কে বলেন, ‘নতুন কমিটি এ টুর্নামেন্ট সম্পর্কে তেমন জ্ঞাত নয়। এই টুর্নামেন্ট আয়োজনে তারা কিছু সময় চেয়েছে’।
সাফ ফিফা উইন্ডোতে এই টুর্নামেন্ট করতে চায়। যাতে ম্যাচগুলো টায়ার-১ স্বীকৃতি পায় ও র্যাংকিংয়ে প্রভাব পড়ে। আগস্টের শেষ সপ্তাহে ও অক্টোবরের প্রথম সপ্তাহে ফিফা উইন্ডো রয়েছে। এই দুই উইন্ডোর মধ্যে নেপালকে একটি বেছে নেওয়ার কথা বলেছে সাফ।
অক্টোবরের উইন্ডোতে আয়োজন করতে সক্ষম হবে না নেপাল। ‘ ৪ অক্টোবর নেপালে দুর্গাপূজা। ওই সময় সারা নেপাল জুড়ে উৎসব হয়। ফলে তখন টুর্নামেন্ট করা সম্ভব নয়। আগস্টের শেষ সপ্তাহ আয়োজনের বিষয়টি জোর দিয়েছি’ বলেন সাফের সম্পাদক। নেপাল সাফকে কয়েক দিনের মধ্যে জানাবে তারা আগস্টের শেষ সপ্তাহে আয়োজনে সক্ষম হবে কি না।