ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুর জেলায় এক হিন্দু দর্জি খুন হওয়ার পর ওই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এ হত্যাকাণ্ডের পর সেখানে সৃষ্ট উত্তেজনা প্রশমনে স্থানীয় প্রশাসন কারফিউ জারি এবং ইন্টারনেট পরিসেবা বন্ধ করে দিয়েছে। ম
হানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মার সমর্থনে ফেসবুকে পোস্ট দেওয়ায় গতকাল মঙ্গলবার ওই দর্জিকে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠেছে দুই যুবকের বিরুদ্ধে। নিহত দর্জি ফেসবুকে নূপুর শর্মার সমর্থনে পোস্ট দেওয়ার পর থেকে হুমকি পেয়ে আসছিলেন বলে জানিয়েছেন তার স্ত্রী। এ জন্য কয়েকদিন দোকান বন্ধ রাখার পর মঙ্গলবার সেটি পুনরায় খুলেছিলেন তিনি।