সংগীত ক্যারিয়ারের ৫০তম মৌলিক গান ‘হারাতে দেবো না’ নিয়ে হাজির হচ্ছেন সাংবাদিক ও কণ্ঠশিল্পী সানি আজাদ। এটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচ। সুর ও সংগীত করেছেন রিয়েল আশিক। গানটিতে সানির সঙ্গে কণ্ঠ দিয়েছেন রাইসা খান।
আসছে ঈদে মিউজিক ভিডিওসহ গানটি রিলিজ হবে ‘আর থ্রি টিউন’ ইউটিউব চ্যানেলে।
এই গানের মধ্য দিয়ে অনেকদিন পর আবারও মিউজিক ভিডিওতে মডেল হিসেবে হাজির হচ্ছেন সানি আজাদ নিজেই। ভিডিওতে তার সঙ্গে পারর্ফম করেছেন মডেল সাবরিনা শানু। ভিডিওটি নির্মাণ করেছেন অন্তর হাসান। ক্যামেরায় ছিলেন এম কে মোশাররফ।