কাঠমান্ডু উপত্যকার এক শহরে পানিপুরি বিক্রি নিষিদ্ধ

প্রথম আলো প্রকাশিত: ২৯ জুন ২০২২, ১৩:৩৫

নেপালের কাঠমান্ডু উপত্যকার ললিতপুর মেট্রোপলিটন সিটিতে (এলএমসি) পানিপুরি বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। টাইমস নাউ ও এনডিটিভি অনলাইনের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


কলেরা রোগী বাড়ায় গত শনিবার এলএমসি কর্তৃপক্ষ পানিপুরি বিক্রি-বিপণন নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, শহরে পানিপুরিতে ব্যবহৃত পানিতে কলেরার ব্যাকটেরিয়া পাওয়া গেছে।


নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের তথ্যমতে, কাঠমান্ডু উপত্যকায় নতুন করে সাতজনে কলেরা শনাক্ত হয়েছে। এ নিয়ে কাঠমান্ডু উপত্যকায় কলেরা রোগীর সংখ্যা হয়েছে ১২।


উপত্যকায় কলেরা ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা।


দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সবাইকে কলেরার উপসর্গের বিষয়ে সতর্ক থাকতে বলেছে। উপসর্গ দেখা দিলে চিকিৎসকের কাছে যেতে বলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us