পেঁয়াজ দাম বাড়তি, আমদানির অনুমোদন চাইল ভোক্তা অধিদপ্তর

আজকের পত্রিকা প্রকাশিত: ২৯ জুন ২০২২, ১০:৪৬

কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েই চলেছে। এমন পরিস্থিতে পেঁয়াজ আমদানির জন্য অনুমোদন চেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে এমন একটি চিঠি দিয়েছেন। 


তবে এই মুহূর্তে পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া ঠিক হবে না বলে মনে করছেন পাবনার সাঁথিয়া উপজেলার মথুয়াপুর গ্রামের কৃষক মামুন শেখ। তিনি মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টিবাদলের কারণে গতকাল মঙ্গলবার বাজার একটু চড়া রয়েছে। তবে দুই-একদিনের মধ্যে দাম কমে আসবে।’


চিঠিতে ভোক্তা অধিকার উল্লেখ করেছে, বাজার তদারকির সময় দেখা গেছে পুরান ঢাকার শ্যামবাজারে প্রতিকেজি পেঁয়াজ ৪০-৪৫ টাকা এবং খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজ ৫০-৫৫ টাকায় বিক্রি হচ্ছে। একই সময়ে পাবনা ও ফরিদপুরে বিভিন্ন মোকামে প্রতিমণ (৪০ কেজি) পেঁয়াজ এক হাজার ৫০০ থেকে এক হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। 


চিঠিতে আরও উল্লেখ করা হয়, এ বছর কৃষকদের প্রতিকেজি পেঁয়াজ উৎপাদন ব্যয় ছিল ২০-২২ টাকা। দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ উৎপাদন ও মজুত রয়েছে। এরপরও আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে পেঁয়াজের বাজার অস্থিতিশীল ও অনিয়ন্ত্রিত করার অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। বিগত বছরগুলোর অভিজ্ঞতার আলোকে বর্তমান সময় ভারত থেকে পেঁয়াজ অনতিবিলম্বে আমদানির কার্যক্রম গ্রহণ করা সমীচীন হবে বলে চিঠিতে উল্লেখ করেছে। এমন পরিস্থিতে পেঁয়াজের আমদানির অনুমোদন (আইপি) প্রদানের অনুরোধ করা হয়েছে চিঠিতে।


রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, গতকাল প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫-৫৫ টাকা। যা এক সপ্তাহ আগে ছিল ৩৫-৪৫ টাকা। এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে ২৫ শতাংশ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us