টাঙ্গাইলের সৃষ্টি একাডেমিক স্কুলের ছাত্রাবাসে শিক্ষার্থী শিহাব মিয়াকে হত্যা মামলায় ওই স্কুলের এক শিক্ষকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৮ জুন) বিকেলে শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শামসুল আলম ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অভিযুক্ত শিক্ষক আবু বক্কর (৩৫) সৃষ্টি একাডেমিক স্কুলের আবাসিক শিক্ষক। রোববার রাতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান ৭ দিনের রিমান্ড চান। শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শামসুল আলম ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার শিহাবের মা আসমা আক্তার বাদী হয়ে আবু বক্করকে প্রধান আসামি করে ৬ জন শিক্ষকের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও সাত-আট জনকে আসামি করা হয়েছে।