সারাদেশে গত ১৫ জুন একযোগে শুরু হয় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম। গত ২১ জুন জনশুমারির শেষদিন ছিল। তবে দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলায় বন্যা শুরু হওয়ায় এসব জেলায় জনশুমারি কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হয়। এ অবস্থায় এসব এলাকায় শুমারির মেয়াদ সাতদিন বাড়ানো হয়। ফলে মঙ্গলবার (২৮ জুন) পর্যন্ত সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রকোনা জেলায় চলছে জনশুমারি। এর মাধ্যমে শেষ হচ্ছে দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত কাঙ্ক্ষিত জনশুমারি।
এবারই প্রথম সারাদেশে ডিজিটাল জনশুমারি অনুষ্ঠিত হচ্ছে। শুমারি শেষ হলে জুলাই মাসে জানা যাবে দেশের মোট জনসংখ্যার হিসাব। এই সময়ের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে পুরোদমে কাজ করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।