ইসির মতবিনিময় সভায় অংশ নেবে না বাসদ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৭ জুন ২০২২, ১৭:০০

বজলুর রশীদ ফিরোজের নেতৃত্বাধীন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নির্বাচন কমিশনের ডাকা মতবিনিময় সভায় অংশ নেবে না। সোমবার (২৭ জুন) একটি চিঠি দিয়ে দলের পক্ষ থেকে বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয়।


বাসদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইভিএমের কারিগরি দিক ও ভোটদান বিষয়ে ২৮ জুন বিকেল সাড়ে ৩টায় মতবিনিময় সভায় অংশ নিতে আমন্ত্রণ জানিয়ে নির্বাচন কমিশন থেকে বাসদকে চিঠি দেওয়া হয়েছিল। ২০১৭ ও ২০১১ সালে তৎকালীন কমিশনের আমন্ত্রণে সাড়া দিয়ে মতবিনিময় সভায় উপস্থিত হয়ে লিখিত ও মৌখিকভাবে বেশ কিছু প্রস্তাব দিয়েছিল বাসদ। কমিশন বাসদের প্রস্তাব ও মতামত শুনেছিল এবং বাস্তবায়নের আশ্বাসও দিয়েছিল। তবে পরে কোনকিছুই বাস্তবায়ন করতে দেখা যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us