You have reached your daily news limit

Please log in to continue


খারাপ সময় যাচ্ছে, ভালো সময় আসবে: খালেদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও পরাজয়ের প্রহর গুনছে বাংলাদেশ। সেন্ট লুসিয়ার এই টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি খালেদ আহমেদের পাঁচ উইকেট। টেস্ট ক্যারিয়ারের প্রথমবার ৫ উইকেট শিকার করলেন এই পেসার। একে একে আউট করেছেন রেইমন রেফিয়ার, এনক্রুমা বোনার, কাইল মেয়ার্স, আলজারি জোসেফ ও জয়ডেন সিলসকে।

নিজের ব্যক্তিগত অর্জনে খুশি থাকলেও দলের খারাপ পারফরম্যান্সে মন ভালো নেই খালেদের। তৃতীয়দিনের খেলা শেষে তা স্বীকারও করে নেন টাইগার এই পেসার। জানালেন, 'সব খেলোয়াড়ের ইচ্ছা থাকে মাইলফলকটা যাতে প্রভাব রাখে, দলের লাভ হয়। টেস্ট ক্রিকেটে আমরা ভালো সময়ের ভেতর দিয়ে যাচ্ছি না । তবে সামনে আমাদের অনেক সময় আসবে। দেখবেন, সামনে অনেক কিছুই ভালোভাবে যাচ্ছে।'

খালেদের উইকেটের মধ্যে ছিল ওয়েস্ট ইন্ডিজের সেঞ্চুরিয়ান কাইল মেয়ার্সের উইকেটও। গত বছর বাংলাদেশ সফরে টেস্ট অভিষেকে অসাধারণ এক ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়েছিলেন তিনি। সেন্ট লুসিয়াতেও বাংলাদেশকে ভুগিয়েছেন তিনি। খালেদের স্লোয়ারে শেষ পর্যন্ত থামে তার ১৪৬ রানের দুর্দান্ত ইনিংস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন