বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ২০০ হজযাত্রী

কালের কণ্ঠ প্রকাশিত: ২৭ জুন ২০২২, ১১:২৯

পবিত্র হজ পালন করতে রবিবার (২৬ জুন) পর্যন্ত বাংলাদেশ থেকে ৪০ হাজার ২০০ জন সৌদি আরব পৌঁছেছেন। রবিবার (২৬ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।


হজ বুলেটিন সূত্রে জানা যায়, সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৩৬ হাজার ৮১৫ জন রয়েছেন। মোট ১১২ ফ্লাইটে সৌদি যান হজযাত্রীরা।


এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৪টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৪৩টি এবং ফ্লাইনাসের ৫টি ফ্লাইট রয়েছে।


বুলেটিনে আরো জানানো হয়, হয়বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- ঢাকার বিউটি বেগম, রংপুরের পীরগাছার আবদুল জলির খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, নোয়াখালী জেলার নুরুল আমিন ও চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির। এর মধ্যে মক্কায় ৪ ও মদিনায় ২ জন হজ যাত্রী মারা গেছেন।   

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us