ওরা আমাদের শাস্তি দিচ্ছে

প্রথম আলো প্রকাশিত: ২৬ জুন ২০২২, ১০:৪১

২০২১ সালের ফেব্রুয়ারি, চট্টগ্রাম টেস্ট। চতুর্থ ইনিংসে ৩৯৪ রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজকে অবিশ্বাস্য এক জয়ের পথে এগিয়ে নিচ্ছেন কাইল মায়ার্স, ওই টেস্টেই যাঁর অভিষেক। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে চোটের কারণে মাঠে নেই সাকিব আল হাসান। তবে কোনো এক ফাঁকে মাঠের বাইরে যাওয়া মুমিনুল হককে পরামর্শ দিতে দেখা গেল সাকিবকে। আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিবের টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের ম্যাচ ছিল সেটি।


২০২২ সালের জুন, সেন্ট লুসিয়া টেস্ট। এবার সাকিব নিজেই অধিনায়ক, মুমিনুল এ টেস্টের দলেই নেই। মাঝে ২১টি ইনিংসে কোনো শতক না পাওয়া মায়ার্স তাঁর দ্বিতীয়টি পেলেন ওই বাংলাদেশের বিপক্ষেই। সাকিব এবার মাঠে থেকেও মায়ার্সকে আটকাতে পারলেন না। তাঁর দুর্দান্ত ইনিংসে বাংলাদেশের অবস্থা এখন বেশ কোণঠাসা।


মূলত সহ-অধিনায়ক জার্মেইন ব্ল্যাকউডের পর জশুয়া ডা সিলভার সঙ্গে মায়ার্সের দুটি জুটিতেই দ্বিতীয় দিন শেষে ১০৬ রানের লিড ক্যারিবীয়দের। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলছেন, বাংলাদেশ ব্যাটসম্যানদের কী করা উচিত, সেটি দেখাচ্ছেন মায়ার্সরাই। চট্টগ্রামে মায়ার্স যা করেছিলেন, সেন্ট লুসিয়ায় যা করলেন—এমন কিছু বাংলাদেশের কেউ করতে পারছেন না, সেটিও মনে করিয়েছেন তিনি। সব কিছু মিলিয়ে ডমিঙ্গোর মনে হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে শাস্তিই দিচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us