মায়ের ভালোবাসা ছড়িয়ে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে

কালের কণ্ঠ প্রকাশিত: ২৫ জুন ২০২২, ১৭:৪৭

মা এমনই হন, দুর্যোগ মুহূর্ত কিংবা সবচাইতে আনন্দের মুহূর্তেও সন্তানের প্রতি গভীর খেয়াল থাকে। স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিয়ে শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা ১২টার দিকে অতিথিদের সঙ্গে নিয়ে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সড়কপথের শুভ উদ্বোধন করেন তিনি।


 এই উদ্বোধন অংশের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এই ভিডিওতে একজন মা ও মেয়ের সুন্দর একটি গল্প রয়েছে। যার ফলে নেটিজেনরা ব্যাপকভাবে ভিডিওটি পছন্দ করছেন। হৃদয়ের ইমোজি ব্যবহার করছেন দেদার।  


 


ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাঁড়িয়ে আছেন। পাশে মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল খুব মনোযোগ দিয়ে ডিএসএলআর দিয়ে ছবি তুলছেন। কিন্তু উন্মত্ত পদ্মার বাতাস পুতুলের চুল এলোমেলো করে দিচ্ছে। মা শেখ হাসিনা সেটা খেয়াল করলেন। নিজের মাথা থেকে চুল বাঁধার ক্লিপ খুলে হাতে নিয়ে মেয়ের হাতে দিলেন। মেয়ে পুতুল নিজের অবাধ্য চুল বাঁধলেন সেই ক্লিপে।


এই ভিডিওর সঙ্গে ভারতের গায়ক অরিজিত সিংয়ের একটি গান জুড়ে দিয়ে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে মা-মেয়ের ভালোবাসার গল্প আরো জীবন্ত হয়ে উঠেছে। গানের নাম হলো, 'আমি তোমার ছায়ায় ছায়ায় বাঁচি মা...'


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us