গাড়ি যেভাবে নিরাপদে রাখা যায়
পানির ওপর দিয়ে গাড়ি না চালানো
রাস্তায় জমে থাকা পানির ওপর দিয়ে গাড়ি চালাবেন না। কারণ, সে পানি কতটা গভীর তা অনেক সময় বোঝা যায় না। পানির ওপর দিয়ে গাড়ি চালালে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হতে পারে।
গাড়ি হলে ফার্স্ট গিয়ারে রাখুন
খানাখন্দ বা গর্ত ছাড়া যদি বিকল্প কোনো রাস্তা না থাকে, সে ক্ষেত্রে গাড়ি ফার্স্ট গিয়ারে চালিয়ে যেতে হবে। এতে সহজে গাড়ি নিয়ন্ত্রণ করা যাবে এবং গাড়ির গতির ফলে বহির্গমন পাইপ দিয়ে কাদাপানি গাড়িতে ঢুকতে পারবে না।