জ্বালানি বাঁচাতে শ্রীলঙ্কার সংসদ অধিবেশন বন্ধ

আজকের পত্রিকা প্রকাশিত: ২৪ জুন ২০২২, ১৫:৩৫

অর্থনৈতিক সংকটে নাস্তানাবুদ শ্রীলঙ্কায় এবার জ্বালানি সাশ্রয়ের জন্য সংসদ অধিবেশন বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার সংসদ অধিবেশন বসেনি। শুক্রবারও সংসদ অধিবেশন বসবে না। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 



একদিকে বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে খাদ্য, তেল ও ওষুধ আমদানি করতে পারছে না শ্রীলঙ্কার আমদানিকারকেরা, অন্যদিকে মূল্যস্ফীতি ও নিয়মিত বিদ্যুৎবিচ্ছিন্নতার কারণে শ্রীলঙ্কার ২ কোটি ২০ লাখ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। 



এর আগে জ্বালানির সংকট এড়াতে স্কুল ও রাজ্য অফিসগুলো বন্ধ করেছিল শ্রীলঙ্কা সরকার। দেশটির জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা জানিয়েছেন, পেট্রলের একটি চালান বৃহস্পতিবার পৌঁছানোর কথা থাকলেও তা বিলম্বিত হয়েছে। এর জন্য তিনি গাড়িচালকদের গাড়ি চালানো কমিয়ে দেওয়ার অনুরোধ করেছেন। 



জ্বালানিমন্ত্রী কলম্বোয় সাংবাদিকদের বলেন, ‘আজ ও আগামীকাল পেট্রলপাম্পের স্টেশনগুলো থেকে সীমিত পরিমাণে জ্বালানি বিতরণ করা হবে।’ তবে গাড়িচালকেরা কয়েক দিন ধরে পেট্রলপাম্পগুলোর সামনে লাইন ধরে অপেক্ষা করছেন। 


এদিকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, শ্রীলঙ্কার অর্থনীতি স্থিতিশীল ও পুনরুজ্জীবিত করার জন্য ভারতীয় সাহায্য কর্মসূচির ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করা হচ্ছে। কলম্বোয় ভারতীয় হাইকমিশন বলেছে, নয়াদিল্লি ইতিমধ্যে মুদ্রাসংকট মোকাবিলায় সাড়ে ৩ বিলিয়ন মূল্যের অর্থসহায়তা দিয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us