ওষুধ নয়, লেবু খেয়েই কমান ইউরিক অ্যাসিড! জানুন চিকিৎসকের মুখে

এইসময় (ভারত) প্রকাশিত: ২৪ জুন ২০২২, ১৫:০০

ইউরিক অ্যাসিডের সমস্যা এখন ঘরে ঘরে মিলছে। প্রচুর মানুষ এই রোগে এখন আক্রান্ত। আসলে এটি হল একটি বিপাকীয় সমস্যা (Metabolic Disease)। এক্ষেত্রে প্রোটিন বিপাকের কারণেই তৈরি হয়ে যায় ইউরিক অ্যাসিড। তাই সতর্ক থাকতেই হবে।


এই প্রসঙ্গে কলকাতার রুবি হাসপাতালের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা: আশিস মিত্র বলেন, এখন বহু রোগীরই এই সমস্যা দেখা যায়। আসলে ইউরিক অ্যাসিড (Uric Acid) শরীরে তৈরি হয় প্রোটিনের (Protein) মাধ্যমে। এক্ষেত্রে প্রোটিন বিপাকের ফলে শেষে তৈরি হয় ইউরিক অ্যাসিড। এবার শরীরে ইউরিক অ্যাসিড তৈরি হলে তা বের হয়ে যায় কিডনি থেকে মূত্রের মাধ্যমে। এবার শরীরে দুটি কারণে বাড়তে পারে ইউরিক অ্যাসিড। প্রথমত, ইউরিক অ্যাসিড শরীরে বেশি উৎপন্ন হতে পারে। আবার এমনটাও হতে পারে, ইউরিক অ্যাসিড শরীরে তৈরি হলেও তা বের হতে পারছে না। এই দুটি বিষয় মিলিয়ে মিশিয়েই সমস্যা দেখা যায়। তাই সতর্ক হয়ে যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us