সংযুক্ত আরব আমিরাতে আগামী ৩০ জুন বৃহস্পতিবার জিলহজ মাস শুরু হতে পারে বলে জানিয়েছে দেশটির জ্যোতির্বিদরা। তাদের হিসাব অনুযায়ী, ১০ জিলহজ অর্থাৎ ৯ জুলাই ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে।
দেশটির জ্যোতির্বিদরা জানান, আরব আমিরাতে জিলহজের চাঁদ দেখা যেতে পারে স্থানীয় সময় ২৯ জুন (বুধবার) সন্ধ্যায়। সেই হিসাবে ৩০ জুন হবে জিলহজ মাসের প্রথম দিন। আর আগামী ৮ জুলাই পবিত্র আরাফার দিন। সেই হিসাবে দেশটিতে আগামী ৯ জুলাই ঈদুল আজহা উদ্যাপিত হবে।
বুধবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। আরব আমিরাতে আরাফার দিনসহ ঈদুল আজহা উপলক্ষে চারদিনের সরকারি ছুটি দেওয়া হয়। জ্যোতির্বিদদের হিসাব মতে এবার ৮ জুলাই শুক্রবার থেকে ১১ জুলাই সোমবার পর্যন্ত ছুটি থাকার কথা।