বাটলারের গড় নেই, ইউসুফের গড় যখন ছিল ৪০৫

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ জুন ২০২২, ১৪:২৩

প্রথম ম্যাচে ৭০ বলে অপরাজিত ১৬২। শেষ ম্যাচে ৬৪ বলে অপরাজিত ৮৬। তিন ম্যাচ সিরিজের দুটিতে ব্যাট করে রান ২৪৮। দুটিতে অপরাজিত থাকায় গড় নেই! নেদারল্যান্ডসের বিপক্ষের দারুণ এক সিরিজ কাটালেন জস বাটলার। ইংল্যান্ডের এই কিপার-ব্যাটারের পারফরম্যান্স মনে করিয়ে দিল মোহাম্মদ ইউসুফকেও।


এই সিরিজে বাটলারের গড় নেই, তাই সমীকরণও নেই। তবে গড় থাকাদের মধ্যে ওয়ানডেতে এক সিরিজ বা টুর্নামেন্টে সেরার রেকর্ড ইউসুফের। ২০০২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের এই স্টাইলিশ ব্যাটসম্যানের ব্যাটিং গড় ছিল ৪০৫!


জিম্বাবুয়েতে ৫ ম্যাচের সেই সিরিজে ৪টিতে ব্যাট করেছিলেন ইউসুফ। প্রথম ম্যাচে করেছিলেন তিনি অপরাজিত ১৪১। পরের ম্যাচে ৩৪ বলে অপরাজিত ৭৬, তৃতীয় ম্যাচে ৬৮ বলে অপরাজিত ১০০। পরের ম্যাচে ব্যাটিং পাননি। শেষ ম্যাচেও তাকে কোনো বোলার আউট করতে পারেননি। তবে রান আউট হয়ে যান তিনি ৮৮ রান করে।


সিরিজে তার রান ৪০৫, গোটা সিরিজে কেবল একটিতে আউট হওয়ায় ব্যাটিং গড়ও ৪০৫!


ইউসুফ পেছনে ফেলেছিলেন অজয় জাদেজাকে। ১৯৯৮ সালে ভারতে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়েকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজে ৫ ম্যাচে২ সেঞ্চুরিতে জাদেজা রান করেছিলেন ৩৫৪। আউট হয়েছিলেন স্রেফ এক ম্যাচে। তাই তার গড় ছিল ৩৫৪।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us