সাংবাদিকতা নিয়ন্ত্রণে নতুন আইন ও কিছু কথা

বাংলা ট্রিবিউন সৈয়দ ইশতিয়াক রেজা প্রকাশিত: ২২ জুন ২০২২, ১৯:১৬

নির্ভীক ও তথ্যসমৃদ্ধ সংবাদ পরিবেশন ছাড়া নাগরিকদের পক্ষে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া অসম্ভব। কাজটা গণমাধ্যম ও সাংবাদিকদের। কিন্তু কোথায় যেন একটা পক্ষ আছে, যারা চায় আইন আর আইন যেন সাংবাদিকতায় সব কথা চলে না আসে। এ দেশে অসংখ্য আইন আছে সাংবাদিকদের ওপর নিয়ন্ত্রণের জন্য। এখন নতুন আরও একটি আইনের খসড়া অনুমোদিত হয়েছে। এর নাম ‘দ্য প্রেস কাউন্সিল (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২২’। বলা হচ্ছে, অপসাংবাদিকতা দূর করতে এই আইনের আওতায় সংশ্লিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করতে পারবে প্রেস কাউন্সিল।


কিছু দিন আগেই বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক বলেছিলেন, সাংবাদিকেরা অন্যায় করলে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রেখে একটি আইন হচ্ছে। সাংবাদিকরা প্রতিবাদ করেন, তথ্যমন্ত্রীর সাথে দেখা করেন। তবে ঠিকই আইনটির অনুমোদন দেওয়া হলো, যদিও ১০ লাখ টাকার জরিমানার বিধানটি রাখা হয়নি, বলা হয়েছে জরিমানার পরিমাণ ঠিক করবে প্রেস কাউন্সিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us