অ্যামাজনের অডিও বই ও পডকাস্ট প্রকাশনা প্ল্যাটফর্ম অডিবলের সঙ্গে নতুন পডকাস্ট চুক্তি করেছে মিশেল ও বারাক ওবামা দম্পতির মিডিয়া কোম্পানি হায়ার গ্রাউন্ড প্রোডাকশন্স।
এপ্রিল মাসেই খবর রটেছিল, স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের সঙ্গে পডকাস্ট চুক্তি নবায়ন করছেন না ওবামা দম্পতি। সে সময় এক প্ল্যাটফর্মের সঙ্গে ‘এক্সক্লুসিভ ডিল’-এর বিকল্প হিসেবে একাধিক প্ল্যাটফর্মের সঙ্গে কয়েক কোটি ডলারের নতুন চুক্তির চেষ্টা করছিল এই দম্পতির প্রযোজনা প্রতিষ্ঠান।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, স্পটিফাইয়ের সঙ্গে তিন বছরের চুক্তি শেষে এখন অডিবলের সঙ্গে নতুন অডিও কনটেন্ট প্রযোজনা ও প্রচারের লক্ষ্যে চুক্তি করেছেন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট ও সাবেক ফার্স্ট লেডি।
মঙ্গলবার ওবামা দম্পতি ও অডিবলের মধ্যে নতুন চুক্তির ঘোষণা এলেও এর খুঁটিনাটি গোপন রেখেছে উভয় পক্ষই। তবে, নতুন চুক্তির ফলে অডিবল একই খাতের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর আগে ওবামা দম্পতির নতুন কনটেন্ট দেখার ও শোনার সুযোগ পাবে বলে জানিয়েছে বার্তাসংস্থাটি।