বেশিরভাগ নারীই মুখ ফুটে মনের কথা বলতে চান না। বিশেষ করে প্রিয় মানুষটির কাছে। তারা মনে মনে প্রত্যাশা করেন, প্রিয় মানুষটি যেন না বলতেই সব বুঝে নেন। এই বুঝতে পারা না পারার দ্বন্দ্বে সম্পর্ক টালমাটাল হয়ে পড়তে পারে! তাই পুরুষকে একটু চোখ-কান খোলা রাখতে হবে। স্ত্রী মনে মনে কী চায় তা বুঝতে পারার সক্ষমতা অর্জন করতে হবে। অবশ্য মনের কথা তো আর সবটা বোঝা সম্ভব নয়, অন্তত কোন পরিস্থিতিতে স্ত্রী কী করলে খুশি হবে, সেটুকু মাথায় রাখলেই চলবে। জেনে নিন, স্ত্রী আপনার কাছ থেকে মনে মনে কোন বিষয়গুলো আশা করেন-
ঘরের কাজে সাহায্য করা
সংসার তো দুজনেরই। স্ত্রী যদি গৃহিণী হন তবে সারাদিন বাড়ির কাজই তাকে সামলাতে হয়। এদিকে স্বামী ব্যক্তিটি সারাদিন বাইরে থেকে খেটেখুটে ঘরে ফিরে থাকেন ক্লান্ত। তাই মুখ ফুটে স্বামীকে ঘরের কাজের কথা বলতেও পারেন না। সারাদিন বাড়ির কাজ করে দিনশেষে আপনার স্ত্রীও ক্লান্ত হয়ে যান। তাই তিনি মুখে না বললেও মনে মনে আপনার কিছু সাহায্য প্রত্যাশা করেন। তার প্রতি সহানুভূতিশীল হয়েই আপনি তাকে কিছু কাজে সাহায্য করতে পারেন। এতে আপনাদের সম্পর্ক আরও সুন্দর হবে।