আদালতে পরিচয় স্বীকার করলেন পিকে হালদার, আইনজীবী বিব্রত

সমকাল প্রকাশিত: ২১ জুন ২০২২, ১৫:১৮

ভরা আদালত কক্ষে নিজেকে অবশেষ প্রশান্ত কুমার হালদার বলে স্বীকার করে নিলেন অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগের মূলহোতা পিকে হালদার। মঙ্গলবার কলকাতার ব্যাঙ্কশাল আদালতের সিবিআই স্পেশাল কোর্ট-৩ এ তোলার পরে আসামিদের পরিচয় পর্বের সময় ভরা আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে হাত তুলে নিজের পরিচয় স্বীকার করে নেন তিনি। এ সময় অভিযুক্ত ৬ সহযোগীও নিজেদের পরিচয় স্বীকার করেন। এতে বিব্রত অবস্থায় পড়েন আসামিপক্ষের আইনজীবীরা। আসামিপক্ষের তরফে মূল অভিযুক্ত পিকে হালদারসহ ৬ অভিযুক্তর বাংলাদেশি পরিচয় এতদিন অস্বীকার করে তাদের ভারতীয় পরিচয়কেই আদালতের সামনে নিয়ে আসছিলেন আসামিপক্ষের আইনজীবীরা।     



আদালতে শুনানি শেষে পিকে হালদারসহ অভিযুক্ত ছয়জনকে ফের ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দেন কলকাতার নগর দায়রা আদালত। মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে কলকাতার ব্যাংকশাল আদালতে মূল অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার ও তার ভাই প্রাণেশ কুমার হালদার, ইমাম হোসেন ওরফে ইমন হালদার ওরফে পৃথ্বীশ হালদার, স্বপন মৈত্র ওরফে স্বপন মিস্ত্রি, উত্তম মৈত্র ওরফে মিস্ত্রি, আমানা সুলতানা ওরফে শর্মী হালদারসহ মোট ছয়জনকে আনা হয়। দুপুর ১২টার কিছু পর স্পেশাল সিবিআই কোর্ট-৩ এ তাদের সকলকে হাজির করা হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us