সহকর্মীর প্রেমে পড়লে যা করবেন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২১ জুন ২০২২, ১৪:৩৪

একজন কর্মজীবীর দিনের বেশিরভাগ সময় কাটে অফিসেই। সেখানে একসঙ্গে কাজ করতে গিয়ে কারও প্রতি ভালোলাগা বা ভালোবাসা তৈরি হওয়ার অস্বাভাবিক কিছু নয়। কারণ দীর্ঘ সময় চোখের সামনে কাউকে দেখলে তার অনেক বিষয়েই জানা হয়ে যায়। প্রথমে হয়তো বন্ধুত্ব, সেখান থেকে প্রেম হতেই পারে। কোনো সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হলে তা অন্য সহকর্মীদের কাছে গসিপের বিষয় হয়ে উঠতে পারে।


অফিসে আপনাদের নিয়ে কানাঘুষা চললে তার প্রভাব পড়বে ব্যক্তিগত জীবনেও। তাই কোনো সহকর্মীর প্রেমে পড়লে এবং তার সঙ্গে সম্পর্ক শুরু করার সিদ্ধান্ত নিতে চাইলে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। কারণ আপনার ব্যক্তিগত কোনোকিছুর প্রভাব অফিসে পড়তে দেওয়া ঠিক হবে না। অফিসে নিজের অবস্থান ঠিক করতে হবে। সেইসঙ্গে সম্পর্কের প্রতিও থাকতে হবে যত্নশীল। দুটি একসঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। জেনে নিন সহকর্মীর প্রেমে পড়লে কী করবেন-


প্রথমেই সবাইকে জানাবেন না


কোনো সহকর্মীকে আপনার কেবলই ভালোলাগতে শুরু করেছে, এটি প্রেম নাকি নয় তা হয়তো আপনি বুঝতে পারছেন না। নিজের অনুভূতি নিয়ে নিজেই সন্দিহান। এমন অবস্থা সবাইকে একথা জানানোর প্রয়োজন নেই। প্রথমে সময় নিন। নিজের সঙ্গে বোঝাপড়া করুন। সহকর্মীর সঙ্গে আপনার সম্পর্কটা আসলে কোন ধরনের, সেটি বুঝুন। আপনার প্রতিও তার একই অনুভূতি কি না, তা জানুন। সম্পর্কটি নিয়ে আপনাদের উভয়ের আত্মবিশ্বাস থাকলে তবেই তা প্রকাশ্যে আনুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us