সড়ক উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা প্রশ্নের মুখে

যুগান্তর প্রকাশিত: ২১ জুন ২০২২, ০৮:২৫

পেরিয়ে গেছে চার বছর। অথচ অডিট হয়েছে মাত্র ৮টি জেলায়। প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে মোট ৩৪টি জেলায়। এখনো বাকি আছে ২৬ জেলা। প্রায় ৭৭ শতাংশ জেলায় কোনো অডিটই হয়নি। তবে যেসব জেলায় অডিট হয়েছে সেগুলোর প্রতিটিতেই পাওয়া গেছে আপত্তি।


এছাড়া প্রকল্পের কাজ সময়মতো শেষ না হওয়ার আশঙ্কাও রয়েছে। ‘রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ শীর্ষক চলমান প্রকল্পে বিরাজ করছে এমন চিত্র। বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) নিবিড় পরিবীক্ষণ সমীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।


প্রতিবেদনটি চলতি মাসের শেষদিকে চূড়ান্ত করা হবে। তবে প্রকল্পসংশ্লিষ্টরা বলেছেন, অডিট আপত্তি নিষ্পত্তির জন্য কাগজপত্রাদি অডিট অফিসে জমা দেওয়া হয়েছে। এটি প্রক্রিয়াধীন আছে। ক্রয় কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য বাকি জেলাগুলোতে অডিট কার্যক্রম আবশ্যিকভাবে পরিচালনার তাগিদ দিয়েছে আইএমইডি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us