মাস ঘোরার আগেই টেলিগ্রামে ‘প্রিমিয়াম’ সেবা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ জুন ২০২২, ১৮:২৫

তরিৎ গতিতে ‘প্রিমিয়াম’ সাবস্ক্রিপশন সেবা চালু করেছে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম। এ মাসের শুরুতেই নির্দিষ্ট ফি’র বিনিময়ে বিশেষ গ্রাহক সেবা চালু করার ঘোষণা দিয়ে মাস ঘোরার আগেই সেবাটি চালু করেছে আলোচিত প্ল্যাটফর্মটি।


প্রিমিয়াম’ সেবার জন্য চার ডলার ৯৯ সেন্ট করে খরচ করে ব্যবহারকারীরা বাড়তি অনেক সুবিধা পাবেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ। টেলিগ্রাম থেকে ফাইল ডাউনলোডের বেলায় বাড়তি গতি পাবেন প্রিমিয়াম সেবা গ্রাহকরা। সর্বোচ্চ চার গিগাবাইটের ফাইল আপলোড করতে পারবেন তারা।


প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, কার্যত সাধারণ ব্যবহারকারীদের ব্যবহৃত ফিচারগুলোই দ্বিগুণ আকারে ব্যবহারের সুযোগ পাবেন প্রিমিয়াম সেবাগ্রাহকরা। পাঁচশ চ্যানেলের বদলে এক হাজার চ্যানেলে যোগ দিতে পারবেন তারা।


অন্যান্য ফিচারগুলোর ক্ষেত্রেও দৃশ্যপট একই। দুইশ চ্যাটের ২০টি চ্যাট ফোল্ডার তৈরি করতে পারেন সাধারণ ব্যবহারকারীরা। এ ছাড়াও ১০টি স্টিকার সেইভ করে রাখা, ১০টি চ্যাট পিন করে রাখার সুযোগ পান একজন সাধারণ ব্যবহারকারী। প্রিমিয়াম সেবাগ্রাহকদের জন্য দ্বিগুণ হবে এই ফিচারগুলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us