পানি নামার পথে উন্নয়নের যত বাধা

প্রথম আলো ফারুক ওয়াসিফ প্রকাশিত: ১৯ জুন ২০২২, ২১:১৬

দেশের প্রায় এক কোটি মানুষ পানিবন্দী, ভাসমান লাখো পরিবার। বাঙালিকে এখন কাঁদতে বলা যায়, বলা যায়, ‘কাঁদো বাঙালি কাঁদো।’ কিংবা বলা যায়, এ শুধু জানালার লোভে নষ্ট করলাম ঘর-দরজা। সরকারি উন্নয়নবিদদের চোখে হাওর পর্যটন এলাকা। তাই পর্যটনের সুবিধার জন্য হাওরের বুক চিরে খুব সুন্দর সড়ক তৈরি করা হয়েছে। বাইকার ও গাড়িঅলারা সাঁই সাঁই করে সেসব রাস্তায় ঘুরেছেন আর সুন্দর সুন্দর ছবি তুলেছেন। এখন প্রকৃতি খুব সুন্দর করে তার প্রতিশোধ নিয়েছে। ভুল সড়ক, ভুল বাঁধ আর অবকাঠামো নির্মাণের প্রতিক্রিয়ায় পানি নামতে পারছে না বলে সহনশীল বন্যা দুঃসহ হয়ে উঠেছে।


কিশোরগঞ্জ-নেত্রকোনা থেকে শুরু করে সিলেট বেসিন বাংলাদেশের অন্যতম বৃহৎ প্লাবনভূমি। এই ভূমি দিয়ে পূর্ব ভারত দিয়ে আসা নদী ও বৃষ্টির ঢল নেমে আসে। বাংলাদেশের অন্যতম এক প্রাণভোমরা এই হাওর। পরিবেশবিজ্ঞানী ও ভূতত্ত্ববিদ ড. খালেকুজ্জামানের ভাষায়, ‘হাওর ১৪০ প্রজাতির মাছের প্রজননক্ষেত্র; ২০৬ প্রজাতির পাখি, ২০০ প্রজাতির গাছ, ৩৪ প্রজাতির রেপটাইল এবং ৩১ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর বাস এই হাওরে। হাওরের জীববৈচিত্র্যের তুলনা একমাত্র সুন্দরবন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us