You have reached your daily news limit

Please log in to continue


গাজায় দফায় দফায় ইসরায়েলি বিস্ফোরণ

তুলনামূলকভাবে কয়েকমাস শান্ত থাকার পর আবারো উত্তাল ফিলিস্তিনের গাজা উপত্যকা। গাজায় লাগাতার বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। কিছুদিন আগে ফিলিস্তিনি ছিটমহল থেকে দক্ষিণ ইসরাইলের অ্যাশকেলন শহরে রকেট হামলা করা হয়েছিল। তারই পাল্টা জবাবে গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। খবর আল-জাজিরার।

ফিলিস্তিনি মিডিয়া জানিয়েছে, শনিবার ইসরায়েলি হামলায় গাজার কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, রকেট হামলার জবাবে তারা ছিটমহল শাসনকারী ফিলিস্তিনি গ্রুপ হামাসের সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করেছে। ঘটনায় কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস এবং গাজা বা ইসরায়েলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ছিটমহলের অন্য কোনো গোষ্ঠীও এখন পর্যন্ত ইসরায়েলে হামলার দায় স্বীকার করেনি। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জেনিনে সামরিক অভিযান চালানোর পরদিনই এই বিমান হামলা চালানো হয়। জেনিন অভিযানে তিন ফিলিস্তিনি নিহত এবং ১০জন আহত হয়েছে। এছাড়াও শুক্রবার, ইসরায়েলের একটি পর্যবেক্ষণ বেলুন উত্তর গাজা উপত্যকায় বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। জেনিনে নিহত তিন ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। নিহত ব্যক্তিরা হলেন বারা লাহলুহ (২৪), ইউসুফ সালাহ (২৩) এবং লাইথ আবু সুরুর (২৪)। হামাস দাবি করেছে নিহত তিনজনের একজন তাদের সদস্য। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন