তাসকিয়া ইসলাম তানহা চুপচাপ কোলে শুয়ে। তার কিছুক্ষণের ছোট তাকিয়া ইয়াসমিন তিন্নি খেলাধুলায় মেতেছে। মাঝেমধ্যেই হেসে উঠছে আপনমনে।
ফুটফুটে এই দুই শিশুর মা শাহীনুর বেগম গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার ১ নম্বর ঝিল বরিশালঘোনায় পাহাড়ধসে মারা গেছেন। সঙ্গে তাদের ছোট খালা মাইনুর বেগমও মারা যান।
যমজ শিশুরা ছিল মা শাহীনুরের বুকে। পাহাড়ধসে মায়ের মৃত্যু হয় কিন্তু মায়ের বুকে থাকায় তারা প্রাণে বেঁচে যায়। কেউ গুরুতর আহত হয়নি। পাড়া–প্রতিবেশী গিয়ে শিশু দুটিকে উদ্ধার করেন।
আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয় তাদের মা, খালা ও নানা-নানিকে। মা ও খালাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নানা ফজলুল হক ও নানি রানু বেগম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।