আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়ি জীবনের ইতি না টানলেও পাকাপাকিভাবে যেন কোচিংয়ে জড়িয়ে পড়লেন ড্যারেন স্যামি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পর এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) কোচ হিসেবে দেখা যাবে তাকে। সিপিএলের আগামী আসরে তার কোচিংয়ে খেলবে সেন্ট লুসিয়া কিংস।
স্যামিকে প্রধান কোচ হিসেবে নিয়োগের বিষয়টি শুক্রবার ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
সেন্ট লুসিয়া কিংসে কোচ হিসেবে অ্যান্ডি ফ্লাওয়ারের স্থলাভিষিক্ত হবেন ৩৮ বছর বয়সী তারকা। জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার ফ্লাওয়ার গত দুই মৌসুম দলটির দায়িত্ব সামলেছেন।
স্যামি ২০১৩ সালে সিপিএলের প্রথম আসর থেকেই সেন্ট লুসিয়া দলটির অংশ। গত আসরে তিনি অধিনায়কত্ব ছেড়ে ফ্র্যাঞ্চাইজিটির ‘টি-টোয়েন্টি ক্রিকেট পরামর্শক ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ‘ব্যাকরুম স্টাফ’ হিসেবে ফ্লাওয়ারের সঙ্গেও কাজ করেন তিনি।
দীর্ঘদিনের ঠিকানায় কোচ হিসেবে নিয়োগ পেয়ে রোমাঞ্চিত স্যামি। সেন্ট লুসিয়া কিংসের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিও বার্তায় তিনি বলেন, আগে থেকেই দলটির কোচ হওয়ার স্বপ্ন ছিল তার।