মাথার জায়গায় জায়গায় চুল পড়ে যাওয়ার চিকিৎসায় এল বড়ি

প্রথম আলো প্রকাশিত: ১৭ জুন ২০২২, ২০:৩১

মাথার জায়গায় জায়গায় চুল উঠে পড়া বা অ্যালোপেশিয়া রোগের চিকিৎসায় প্রথমবারের মতো মুখে খাওয়ার বড়ি অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। ১৩ জুন এই অনুমোদন দেওয়া হয়। দেশটিতে প্রতিবছর তিন লাখের বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়। ওষুধটির নাম ব্যারিসিটিনিব।


অ্যালোপেশিয়ায় আক্রান্ত রোগীর সাময়িক বা স্থায়ীভাবে চুল পড়ে যায়। এর প্রভাব শরীরে চুল আছে, এমন যেকোনো অংশে পড়তে পারে। এ থেকে মানসিক যন্ত্রণা সৃষ্টি হতে পারে।


সম্প্রতি হলিউড অভিনেত্রী জাডা পিংকেট স্মিথ, যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য আয়না প্রেসলিসহ অনেক বিখ্যাত ব্যক্তি এ সমস্যায় আক্রান্ত বলে বিষয়টি সামনে এসেছে। গত ২৮ মার্চ অস্কারের মঞ্চে মার্কিন কমেডিয়ান ক্রিস রককে চড় কষেছিলেন অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ। ঘটনার সূত্রপাত ক্রিস রক মঞ্চে আসার পর। মঞ্চে দাঁড়িয়েই উইল স্মিথের স্ত্রীকে নিয়ে ঠাট্টা করেন ক্রিস। চুল পড়ার সমস্যার কারণে ন্যাড়া মাথায় অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন স্মিথের স্ত্রী জাডা পিংকেট স্মিথ। এ ঘটনার দুই মাস পর এক অনুষ্ঠানে জাডা বলেছিলেন, অ্যালোপেশিয়ার যন্ত্রণা না জেনেই যখন মানুষ তা নিয়ে মজা করেন, সেটা কতটা খারাপ লাগে, ভুক্তভোগী ব্যক্তিরাই জানেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us