প্রথমবার নৌকার জয় এনে দিলেন সফিউল

প্রথম আলো প্রকাশিত: ১৭ জুন ২০২২, ১৭:০৫

দিনাজপুরের খানসামা উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সফিউল আযম চৌধুরী। এই প্রথম খানসামা উপজেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের কোনো প্রার্থী জয় পেলেন। সফিউল টানা ২৫ বছর শিক্ষকতা করেছেন। এর পাশাপাশি ১০ বছর ধরে তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।


গত বুধবার ভোট গ্রহণ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন। সফিউল পেয়েছেন ৩৫ হাজার ৭৪২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ (আনারস প্রতীক) পেয়েছেন ২৪ হাজার ৪৭১ ভোট। এ ছাড়া মোটরসাইকেল প্রতীকে জেলা পরিষদের সাবেক সদস্য শরিফুল ইসলাম পেয়েছেন ২২ হাজার ৪৬২ ভোট এবং হেলিকপ্টার প্রতীকে সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্বাস আরেফিন শাহ পেয়েছেন ২১৯ ভোট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us