বিটিএস এর খবরটি সঠিক নয়

প্রথম আলো প্রকাশিত: ১৭ জুন ২০২২, ১৪:২৬

কয়েক বছর ধরেই দক্ষিণ কোরীয় ব্যান্ড বিটিএস নিয়ে বিশ্বজুড়ে তুমুল উত্তেজনা। তাদের নতুন গান মুক্তির পর শুরু হয়ে যায় রেকর্ড বই ঘাঁটাঘাঁটি। এবার কটি রেকর্ড ভাঙবে ব্যান্ডটি? বিটিএসকে স্বীকৃতির বিচারে এশিয়ার সেরা বললেও বাড়িয়ে বলা হয় না। গ্র্যামি থেকে বিলবোর্ড অ্যাওয়ার্ডস, জাতিসংঘ সদর দপ্তর থেকে হোয়াইট হাউস—কোথায় পৌঁছায়নি তারা।
১৩ জুন ব্যান্ডটির জন্য বিশেষ একটি দিন। ঠিক ৯ বছর আগে যাত্রা শুরু হয়েছিল ব্যান্ডটির। প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণে ১০ জুন মুক্তি পেয়েছে ব্যান্ডটির নতুন অ্যালবাম প্রুফ। সংকলিত এই অ্যালবামে গান রয়েছে ২৮টি।


মুক্তির পর যথারীতি আলোচনার শীর্ষে চলে এসেছে অ্যালবামটি। প্রুফের টাইটেল ট্র্যাক ‘ইয়েট টু কাম’ গানটি ব্যান্ডের ৯ বছরের যাত্রাকে তুলে ধরে। গানটির মিউজিক ভিডিওতে বিটিএসের আগের গানগুলো থেকে নেওয়া বিভিন্ন দৃশ্যের অনুকরণও দেখানো হয়েছে। এই নতুন গান প্রকাশের পর তিন দিনে ইউটিউবে গানটির ভিউ ৭৫ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ইতিমধ্যেই রেকর্ড তিন মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us