পশ্চিমাদের ভারী অস্ত্রের ওপর নির্ভর করছে ইউক্রেন

ইত্তেফাক আলেকজান্ডার সারোভিক প্রকাশিত: ১৭ জুন ২০২২, ১০:২৪

চলতি জুনের এক রবিবারের সকাল। দক্ষিণ ইউক্রেনের মাইকোলাইভ অঞ্চলের একটি বিস্তৃত মাঠ। একটি ইউক্রেনীয় ২এস১ হাউইৎজার কামান ঘন ঝোপ থেকে উঠে এলো। ‘করনেশন’ নামের সোভিয়েত আমলের ১৫ টন ওজনের স্বয়ংক্রিয় প্রপেলার উঠে এলো। ঘড়ঘড় শব্দ করে তারপর থামল। দুই জন সৈন্য লাফ দিয়ে বেরিয়ে এসে ৫০ মিটার দৌড়ে এবং একটি ট্রাইপডে লক্ষ্য বৃত্ত স্থাপন করল। ব্যাটারি কমান্ডার চিৎকার করে টার্গেট নির্দেশ করলেন এবং এক জন কামানদার সঙ্গে সঙ্গে কামান লোড করলেন। গগনবিদারী শব্দে তারা দু’টি ফায়ার করলেন এবং দ্রুত সরে অদৃশ্য হয়ে গেলেন পাশের ঝোপে, শত্রুর ড্রোনের চোখ ফাঁকি দিতে।


এটি ইউক্রেনে চলমান পরিস্থিতি এবং সাধারণ ঘটনা। রাশিয়ার আগ্রাসনের প্রায় চার মাসের এই পর্যায়ে চলমান যুদ্ধ একটি আর্টিলারি দ্বন্দ্বে রূপান্তরিত হয়েছে। ভারী ভারী কামান ব্যবহার করে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে অদৃশ্য শত্রুর বিরুদ্ধে মুহুর্মুহু আক্রমণ চলছে। এখনকার যুদ্ধের একমাত্র টার্গেট হলো শত্রুপক্ষ থেকে আক্রমণের বৃষ্টি শুরু হওয়ার আগেই যত দ্রুত সম্ভব পালটা আক্রমণ ছুড়ে দেওয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us