সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশি নাগরিকদের জমা করা টাকার পরিমাণ এক বছরের ব্যবধানে প্রায় তিন হাজার কোটি টাকা বেড়েছে।
সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে দেখা গেছে, গত এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের নামে জমা টাকার পরিমাণ ৫৫ শতাংশ বেড়েছে। ২০২১ সালে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের গচ্ছিত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৮৭ কোটি ১১ লাখ সুইস ফ্রাঁ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আট হাজার ২৭৫ কোটি টাকা। এর আগের বছর এ অর্থের পরিমাণ ছিল পাঁচ হাজার ৩৪৭ কোটি টাকা।
সুইস ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে দেওয়া কয়েক বছরের পরিসংখ্যান অনুযায়ী, এ বৃদ্ধি এক বছরের ব্যবধানে সর্বাধিক। এ হিসাব অনুযায়ী, এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা করা অর্থের পরিমাণ প্রায় তিন হাজার কোটি টাকা বেড়েছে।