সিরিজ বাঁচাতে মন্থর পিচের খোঁজে ভারত, দক্ষিণ আফ্রিকা দলে ফিরতে পারেন কুইন্টন

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৭ জুন ২০২২, ০৮:১০

বিশাখাপত্তনমে জিতে চলতি টি-টোয়েন্টি সিরিজ়ে দুরন্ত প্রত্যাবর্তন করেছে ভারত। আজ, শুক্রবার, রাজকোটে আবারও সিরিজ বাঁচিয়ে রাখার ম্যাচে নামছে ১-২ পিছিয়ে থাকা ঋষভ পন্থের দল। ভারত হারলে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ় জিতে নেবে দক্ষিণ আফ্রিকা।আগের ম্যাচে চার উইকেট নিয়ে ভারতকে জিতিয়েছিলেন পেসার হর্ষল পটেল। তিনি মনে করছেন, পিচ যদি একটু মন্থর হয়, তা হলে সুবিধে পাবেন তাঁরা।


বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এসে হর্ষল বলে যান, ‘‘আমি সব সময় একটু মন্থর পিচে খেলতে ভালবাসি। এখানে লড়াইয়ের একটা সুযোগ থাকে। কিন্তু দিল্লির মতো উইকেট হলে আত্মবিশ্বাসে ধাক্কা লাগতে পারে।’’ নিঃসন্দেহে রাজকোটে একটু মন্থর পিচই চাইবে ভারত।হর্ষল জানাচ্ছেন, উমরান মালিকের মতো গতি না থাকায় তাঁকে অন্য অস্ত্র কাজে লাগাতে হচ্ছে। ভারতীয় পেসারের কথায়, ‘‘গতি নিয়ে চিন্তা করে আমার লাভ নেই। কারণ আমি উমরানের মতো জোরে বল করি না। তাই আন্তর্জাতিক ক্রিকেটে কিছু করতে হলে আমাকে অন্য রাস্তা নিতে হবে।’’ যোগ করেন, ‘‘আমার বরাবরের লক্ষ্যই হল, বোলিংয়ে বৈচিত্র আনা। যেটা আমার শক্তি, তা কাজে লাগানো।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us