ঘরের মাঠে ম্যাচ বলেই আত্মবিশ্বাসী বাংলাদেশ

কালের কণ্ঠ প্রকাশিত: ১৬ জুন ২০২২, ১৮:২৭

প্রায় নয় মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল দল। ঘরের মাঠে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা মালয়েশিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে সাবিনা-কৃষ্ণারা। দীর্ঘ দিন ধরে প্রতিযোগিতামূলক ম্যাচ না খেললেও আত্মবিশ্বাসী মেয়েরা। নিজেদের মাঠে খেলা বলেই এমন আত্মবিশ্বাস পাচ্ছে বলছেন দলের কোচ গোলাম রব্বানী ছোটন।


  আগামী ২৩ ও ২৬ জুন সিলেট জেলা স্টেডিয়ামে র‍্যাংকিংয়ের ৮৮তম স্থানে থাকা মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল। র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৪৫তম। এর আগে একবারই মালয়েশিয়া নারী দলের সঙ্গে খেলেছে বাংলার মেয়েরা। ২০১৭ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালয়েশিয়ার কাছে ২-১ ব্যবধানে হেরেছিল। এছাড়া নিজেদের সর্বশেষ চার ম্যাচেই জয় নেই বাংলাদেশের।


মালয়েশিয়াকে হারিয়েই জয়ে ফিরতে চায় সাবিনারা।   অনুশীলনের পাশাপাশি সুইমিংয়ে সময় পার করছে মেয়েরা। ছবি : সংগৃহীত আন্তর্জাতিক পর্যায়ে সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে খেলেছিল বাংলাদেশ। এরপর শুধু অনুশীলন ও জিম সেশনেই সময় পার করেছে মেয়েরা। যদিও গত নভেম্বরে জাতীয় দলে খেলা অধিকাংশ মেয়েই অনুর্ধ্ব-১৯ দলের হয়ে সাফের আসরে খেলেছে। তবে প্রশ্ন উঠেছিল সারা বছর টার্ফের মাঠে অনুশীলন করে ঘাসের মাঠে কতটা মানিয়ে নিতে পারবে! তাই আজ থেকে ঘাসের মাঠে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। প্রথমদিনের মত শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠে দুই ঘন্টা ঘাম ঝরিয়েছে সানজিদারা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us