ছুটি কাটিয়ে রোজারিও থেকে বার্সেলোনায় মেসি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৬ জুন ২০২২, ১৬:৪৯

লিগ মৌসুম শেষ হওয়ার পর জাতীয় দলের হয়ে দারুণ দুটি অ্যাসাইনমেন্ট শেষ করেছেন লিওনেল মেসি। এরপর দুর্দান্ত একটি ছুটিও কাটালেন নিজের জন্মস্থান আর্জেন্টিনার রোজারিওয়। অবশেষে সেই ছুটিও শেষ হয়ে এলো। এবার শুরু হবে নতুন মৌসুম। সে জন্য নিজের জন্মস্থান থেকে ফিরে আসতে হবে ব্যস্ততম শহর প্যারিসে।


পিএসজির হয়ে নিতে হবে প্রস্তুতি। সে লক্ষ্যেই মঙ্গলবার রাতে রোজারিও থেকে নিজের ব্যক্তিগত বিমানে চড়ে বসলেন মেসি এবং তার পরিবার। পরিবার বলতে সবাই- স্ত্রী আনতোনেল্লা রোকুজ্জো, তিন ছেলে থিয়াগো, মাতেও এবং সিরো। তবে, মেসির বিমান প্যারিসে নয়, ল্যান্ড করেছে বার্সেলোনায়। শুধু তাই নয়, বার্সেলোনা বিমানবন্দরে উপস্থিত ছিলেন বেশকিছু বার্সা সমর্থকও। যারা স্বাগত জানিয়েছেন মেসিকে, তার সঙ্গে ছবি তুলেছেন, অটোগ্রাফ নিয়েছেন।


আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালির বিপক্ষে খেলেছেন ফাইনালিসিমা। ৩-০ গোলে জিতেছিল আর্জেন্টাইনরা। এরপর এস্তোনিয়ার বিপক্ষে একাই ৫ গোল করেছেন মেসি। ছুটি কাটিয়ে এখন কর্মব্যস্ত দিনেই ফেরা নয়, ক্লাব ফুটবলের প্রস্তুতির সঙ্গে মৌসুমের মাঝপথে বিশ্বকাপের জন্যও এখন প্রস্তুতি নিতে হবে মেসিদের। আর্জেন্টিনা সময় মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে রোজারিও থেকে ব্যক্তিগত বিমানে চড়েন মেসি। বার্সেলোনায় যখন তার বিমান ল্যান্ড করে, তখন বার্সার স্থানীয় সময় ছিল দুপুর ২টা ২০ মিনিট। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us