কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে গত দুইবারের মেয়র মো. মনিরুল হকের (সাক্কু) পরাজয়ের কারণ নিয়ে চলছে নানা বিশ্লেষণ ও আলোচনা। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা মনিরুল দলের সমর্থন না পেয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী হন। নির্বাচনের মাঠে সরকারদলীয় নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হকের পাশাপাশি তাঁকে লড়তে হয়েছে নিজদলীয় রাজনৈতিক আদর্শের নেতা মোহাম্মদ নিজাম উদ্দিনের সঙ্গেও। নিজাম স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁরা দুজনই নির্বাচনে প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কৃত হয়েছেন।
কুমিল্লার সাধারণ ভোটার, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মনিরুলের পরাজয়ের পেছনে স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিনের প্রায় ৩০ হাজার ভোটপ্রাপ্তি একটি বড় কারণ। দুজনই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ফলে সেই ভোট দুজনের বাক্সে ভাগ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ভোট এভাবে ভাগ না হলে অধিকাংশ ভোট যেত মনিরুলের বাক্সে। সে ক্ষেত্রে তাঁর পাওয়া ৪৯ হাজার ৯৬৭ ভোটের সঙ্গে আরও ভোট যুক্ত হতো। মেয়র পদে বেসরকারিভাবে জয়ী আরফানুল হক ৫০ হাজার ৩১০ ভোট পেয়েছেন। তাঁদের দুজনের ভোটের পার্থক্য ৩৪৩।