করোনার মাঝেই উ. কোরিয়ায় নতুন আরেকটি সংক্রামক রোগ শনাক্ত

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৬ জুন ২০২২, ১৬:০৯

করোনাভাইরাস মহামারির মাঝেই উত্তর কোরিয়ায় অন্ত্রের নতুন অজ্ঞাত আরেকটি রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার দেশটির একটি কৃষি অঞ্চলে অন্ত্রের অজ্ঞাত রোগের এই প্রাদুর্ভাব শনাক্ত হয় বলে পিয়ংইয়ং জানিয়েছে।


দীর্ঘস্থায়ী খাদ্য সংকট এবং কোভিড-১৯ সংক্রমণের বিরুদ্ধে লড়াইরত বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটির ওপর নতুন এই রোগ আরও চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


তবে নতুন রোগে আক্রান্তের সংখ্যা অথবা রোগটি কীভাবে শনাক্ত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য না জানিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ বলছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বুধবার পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী হায়েজুতে ‌‘একিউট এন্টেরিক রোগে’ আক্রান্ত রোগীদের সহায়তার জন্য ওষুধ পাঠিয়েছেন।


কেসিএনএ বলেছে, একেবারে শুরুর দিকেই রোগটি নিয়ন্ত্রণের ওপর জোর দিয়েছেন কিম জং উন। এ জন্য সন্দেহভাজন রোগীদের বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে শনাক্ত এবং কোয়ারেন্টাইনের সুনিপুণ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us