ক্রমেই ফুরিয়ে যাচ্ছে মাহীর দিন!

যুগান্তর প্রকাশিত: ১৬ জুন ২০২২, ১৫:৩৪

ঢালিউডে যে কজন চিত্রনায়িকা অল্প বয়স এবং অল্প সময়ই সফলতার মুখ দেখেছিলেন তাদের মধ্যে অন্যতম একজন মাহিয়া মাহী। তার অভিষেক হয় রাজকীয়ভাবেই। ২০১২ সালে আলোচিত একটি প্রযোজনা সংস্থার সিনেমা ‘ভালোবাসার রঙ’-এর মাধ্যমে বড় পর্দায় আবির্ভাব হয় তার।



প্রথম সিনেমাটি ব্যবসাসফল না হলেও অত্যধিক প্রচারণার কারণে দর্শকের কাছে পরিচিতি পান মাহী। তবে ২০১৩ সালে মাহীর পরপর তিনটি সিনেমা সাফলতা পায়। যার কারণে তখন থেকেই জনপ্রিয়তার কাতারে নাম লেখান এ নায়িকা। শুধু ঢালিউডেই সীমাবদ্ধ থাকেননি তিনি। ভারতের কলকাতায়ও বিস্তৃত হয় তার অভিনয় প্রতিভা। ২০১৫ সালে ‘রোমিও বনাম জুলিয়েট’ সিনেমার মাধ্যমে টলিউডেও অভিষেক ঘটে তার। ২০১৬ সালে হুমায়ূন আহমেদের বিখ্যাত উপন্যাস কৃষ্ণপক্ষের ‘অরু’ চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়। অবশ্য এসব কাজের মধ্যেই বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন মাহী। করেছেন বিয়েও।


তবে গত বছরের শেষ প্রান্তে এসে প্রথম সংসারে বিচ্ছেদ এবং দ্বিতীয় বিয়ে করে আলোচনায় থাকলেও অভিনয়ের অঙ্গন থেকে ক্রমেই পিছিয়ে যেতে থাকেন এ নায়িকা। অভিনয়ের ব্যস্ততা না থাকলেও নতুন স্বামীকে নিয়ে ঘোরাফেরা এবং নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে প্রচারণাতেই মনোযোগ বেশি এ অভিনেত্রীর। তবে কী মাহীর দিন ফুরিয়ে যাচ্ছে? এমন প্রশ্ন উঠেছে সিনেপাড়ায়। সিনেমা বিশ্লেষকদের অনেকেই বলছেন, যেখানে অনেক নায়িকাই সম্ভাবনা জাগিয়েও টিকতে পারছেন না সেখানে মাহী সুসংহত অবস্থানে থেকেও নিজেকে নিয়ে সিরিয়াস নন। তবে মাহী বলছেন ভিন্ন কথা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us