ইন্টারনেট এক্সপ্লোরার—কত স্মৃতি, কত আনন্দ-বেদনার সাক্ষী! ইন্টারনেটের একটা প্রজন্মের কাছে এটিই আইকনিক ব্রাউজার। এ প্রজন্মেরও অনেকে এই ব্রাউজারের সঙ্গে বেশ পরিচিত।
তবে ইন্টারনেট এক্সপ্লোরারকে অবসরে পাঠিয়ে দিচ্ছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। ২৭ বছরের পথচলায় ইতি ঘটছে অবশেষে।
বুধবার থেকে ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারে ব্যবহৃত এই অ্যাপটি অকার্যকর হয়ে গেছে। কেউ ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতে চাইলে তাকে মাইক্রোসফটের নতুন ব্রাউজার 'এজ' এ নেয়া হবে।