You have reached your daily news limit

Please log in to continue


২১ কেজির চিকেন নাগেট

রান্নাঘরের মাঝখানে বড় একটি টেবিল। তার ওপরে রাখা একটি চিকেন নাগেট। ওই টেবিল ও নাগেট ঘিরে উল্লাস করছেন কয়েকজন। তাঁদের খুশির কারণ, নাগেটটি বানিয়ে তাঁরা বিশ্ব রেকর্ড গড়েছেন। যেনতেন নাগেট নয়, বরং বিশ্বের সবচেয়ে বড় নাগেট সেটি।

নাগেটটি বানিয়েছেন রন্ধনশিল্পী যুক্তরাষ্ট্রের নিক ডিজিওভানি ও জাপানের লিন ডেভিস। মজাদার ও ব্যতিক্রমী রান্নার জন্য ভিডিও স্ট্রিমিং অ্যাপ টিকটকে তুমুল জনপ্রিয় তাঁরা। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই) এক প্রতিবেদনে জানিয়েছে, নিক–লিনের বানানো চিকেন নাগেটটির ওজন প্রায় ২১ কেজি। মূলত বিশ্ব রেকর্ড গড়ার জন্যই নাগেটটি বানিয়েছেন এই দুই রন্ধনশিল্পী।

এই নাগেট কত বড়, তার একটি তুলনামূলক চিত্র তুলে ধরা যেতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ চিকেন নাগেটের তুলনায় নিক–লিনের বানানো নাগেটটি ১১৫ গুণ বড়। এটি বানাতে তাঁরা মুরগির ২০ কেজি মাংস ব্যবহার করেছেন। এ ছাড়া নাগেটটি বানাতে লেগেছে ৪০টি ডিম, সাদা পাউরুটির ৪০ টুকরা, আধা গ্যালন দুধ, ৩ থেকে ৪ কাপ পেঁয়াজগুঁড়া, ৩ থেকে ৪ কাপ রসুনগুঁড়া, ১ কাপ লবণ এবং ১ থেকে ২ কাপ গোলমিরচ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন