কোরিয়ান মেয়েরা তাদের গ্লাসের মতো চকচকে ও নিখুঁত ত্বকের জন্য পরিচিত। গ্লাস স্কিন হলো একটি স্কিনকেয়ার ধারণা যেখানে ত্বক উজ্জ্বল দেখায় এবং স্বচ্ছতার কারণে কাঁচের মতো প্রতিফলিত হয়। এটি একটি জনপ্রিয় কোরিয়ান সৌন্দর্যের উন্মাদনা যা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। গ্লাস স্কিনকে পরিষ্কার বর্ণ, মসৃণ গঠন এবং মোটা ত্বক হিসাবে সংজ্ঞায়িত করা হয়। কোরিয়ানদের মতো গ্লাস স্কিন পেতে চাইলে এই প্রাকৃতিক উপায়গুলো বেছে নিতে পারেন-
অ্যালোভেরার ব্যবহার
অ্যালোভেরার চমৎকার প্রাকৃতিক বৈশিষ্ট্য দীর্ঘদিন ধরে ত্বকের উন্নতির জন্য ব্যবহৃত হয়ে আসছে। ক্ষতিগ্রস্ত ত্বকের জন্য দারুণ কার্যকরী এই অ্যালোভেরা। এটি ত্বকের দাগ দূর করার পাশাপাশি ত্বককে ভেতর থেকে আর্দ্র রাখতেও কাজ করে। একটি অ্যালোভেরা পাতা নিয়ে এর অর্ধেকটা থেকে শাঁস বের করে নিন। এরপর সেই শাঁসটুকু মুখে ব্যবহার করে এক ঘণ্টার মতো অপেক্ষা করুন। এবার হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
রোজশিপ তেল
আপনি যদি প্রাকৃতিক উপায়ে গ্লাস স্কিন পেতে চান তবে রোজশিপ তেল ব্যবহার শুরু করুন। রোজশিপ হলো গোলাপের ফল। বিভিন্ন অসুখের চিকিৎসায় এবং ত্বকের সমস্যা এটি ব্যবহৃত হয়ে আসছে।