ভিনগ্রহবাসীর সভ্যতা শনাক্তের দাবি চীনের!

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ১৫ জুন ২০২২, ১৬:২৫

চীনে অবস্থিত বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ স্কাই আই-তে ধরা পড়া একটি সংকেত ভিনগ্রহের প্রাণী বা এলিয়েনের হতে পারে বলে দাবি করা হয় রাষ্ট্র-সমর্থিত সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেইলির একটি প্রতিবেদনে। কিন্তু, এই আবিষ্কার সম্পর্কে প্রকাশিত প্রতিবেদনটি কিছুক্ষণের মধ্যেই সরিয়ে ফেলা হয়।


স্কাই আই এর সনাক্ত করা ন্যারো-ব্যান্ড ইলেক্ট্রোম্যাগনেটিক সিগন্যালটি পূর্বে শনাক্ত করা সিগন্যালের চেয়ে আলাদা বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।


তবে, সন্দেহজনক সংকেতগুলো এক ধরনের রেডিও ইন্টারফারেন্সও হতে পারে বলে উল্লেখ করেন মহাজাগতিক সভ্যতার অনুসন্ধান বিষয়ক দলের প্রধান বিজ্ঞানী ঝাং টঞ্জি।


তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, তাদের দলটি এ বিষয়ে আরো তদন্ত করছে।


বেইজিং নরমাল ইউনিভার্সিটি, চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এই দল।


তবে, চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অফিসিয়াল সংবাদপত্র সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেইলির ওয়েবসাইট থেকে কেন প্রতিবেদনটি সরিয়ে নেওয়া হয়েছে তা স্পষ্ট নয়, যদিও খবরটি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us