৫ গোল খেয়ে দোন্নারুম্মা বললেন ‘আমাদের সবকিছুর ঘাটতি ছিল’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ জুন ২০২২, ১৬:২৬

লড়াইটা ছিল দুই ফুটবল পরাশক্তির, সমান চারবার করে যারা জিতেছে বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচের প্রত্যাশা ছিল। তবে হলো ঠিক উল্টো। ম্যাচের শুরুতেই পথ হারিয়ে ফেলা ইতালির ওপর চেপে বসে জার্মানি। নেশন্স লিগের একপেশে ম্যাচটিতে স্রেফ উড়ে গেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। এভাবে বিধ্বস্ত হওয়ার পেছনে নিজেদেরই বড় ভুল দেখছেন ইতালি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা।


দ্বিধাহীনভাবে বললেন, সব বিভাগেই তাদের খেলায় ঘাটতি ছিল। সাম্প্রতিক সময়ের টানা ব্যর্থতা, বিশ্বকাপে উঠতে না পারার হতাশা মুছে ঘুরে দাঁড়াতে সতীর্থদের এখান থেকে শিক্ষা নেওয়ার তাড়াও দিলেন দোন্নারুম্মা।মনশেনগ্লাডবাখের বরুশিয়া-পার্কে মঙ্গলবার ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপের ম্যাচে হান্স ফ্লিকের দলের জয় ৫-২ গোলে। এক পর্যায়ে ৫-০ গোলে এগিয়ে ছিল জার্মানরা, শেষের দিকে ব্যবধান কমায় ইতালি।


আসরের প্রথম তিনটিসহ টানা চার ম্যাচে জয়ের দেখা না পাওয়া জার্মানি এদিন শুরু থেকেই খেলতে থাকে আক্রমণাত্মক ফুটবল। বিরতির পর ইতালি বেশ কিছু আক্রমণ শানালেও দুর্দান্ত জার্মানির সঙ্গে পেরে ওঠেনি তারা

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us