যুক্তরাজ্যের শীর্ষ সাংবাদিকদের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

ঢাকা টাইমস প্রকাশিত: ১৫ জুন ২০২২, ১৫:৫৯

বিবিসি প্রতিবেদক নিক বেক, অরলা গুয়েরিন ও ক্লাইভ মিরি রাশিয়ার সরকারি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার পাল্টা জবাবে যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মী ও প্রতিরক্ষা বাহিনীর বেশ কয়েকজন সদস্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। খবর বিবিসির। নিষেধাজ্ঞাপ্রাপ্ত বিবিসির সাংবাদিকরা হলেন, অরলা গুয়েরিন, নিক রবিনসন, ক্লাইভ মিরি ও নিক বেক।


তারা সবাই যুদ্ধের খবর জানাতে ইউক্রেনে অবস্থান করছেন। নিষেধাজ্ঞার তালিকায় বিবিসির মহাপরিচালক টিম ডেভির নামও রয়েছে। নিষেধাজ্ঞার পর বিবিসির এক মুখপাত্র বলেন, স্বচ্ছ ও স্বাধীনভাবে প্রতিবেদন প্রকাশ করে যাবে বিবিসি। এছাড়াও চ্যানেল ফোর, টাইমস, স্কাই টিভি, আইটিভি ও গার্ডিয়ানের সংবাদকর্মীরাও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন।


এ তালিকায় ২৯ গণমাধ্যমকর্মী ছাড়াও রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২০ সদস্য। নিষেধাজ্ঞার তালিকা আরো দীর্ঘ করা হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তালিকায় থাকা ব্রিটিশ সাংবাদিকরা রাশিয়ার বিরুদ্ধে এবং ইউক্রেন ও দনবাস পরিস্থিতি সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও একপক্ষীয় তথ্য ছড়ানোর কাজে লিপ্ত ছিলেন বলে দাবি করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবিসির কূটনৈতিক প্রতিবেদক পল অ্যাডামস ও করপোরেশনের চেয়ারম্যান রিচার্ড শার্পের নামও এই তালিকায় রয়েছে। কিয়েভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে রুশ হামলায় নিহত হয়েছিলেন স্কাই নিউজের প্রধান প্রতিবেদক স্টুয়ার্ট রামসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us