টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ১৫ ঘণ্টার ব্যবধানে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়তে থাকায় বন্যার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ শামসুদ্দোহা বলেন, বুধবার সকাল ৯টা থেকে সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় তা চার সেন্টিমিটার নিচে ছিল।
“টানা বর্ষণ, উজানের ঢলে পানি দ্রুত বাড়ছে। মঙ্গলবার থেকে বুধবার বৃষ্টিও বেশি হচ্ছে। সুনামগঞ্জে ৫১ মিলিমিটার এবং তাহিরপুরের লাউড়েরগড় পয়েন্টে ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।”
এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় জেলার কয়েকটি সড়ক প্লাবিত হয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। গত বন্যায় ভেঙে যাওয়া দোয়ারাবাজার-ছাতক সড়কেও যান চলাচল ব্যাহত হচ্ছে। জামালগঞ্জ-কাঠইর সড়কের উজ্জ্বলপুর এলাকা ঝুঁকিতে রয়েছে।