ইভিএমে ভোট স্লো হয়, দেখা যাক: কায়সার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ জুন ২০২২, ১০:০৬

ইভিএমে ভোট প্রয়োগে ‘বয়স্কদের জন্য সমস্যা’ হয় এবং ভোটের গতি ‘স্লথ’ হয় বলে মন্তব্য করেছেন কুমিল্লা সিটি করপোরেশনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী নিজাম উদ্দিন কায়সার।


বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পরেই নিজের কেন্দ্র ১১ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলের পদ্মা ভবনে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন ঘোড়া প্রতীকের প্রার্থী।


ইভিএমে নিজের ভোটাধিকার প্রয়োগ করে তিনি বলেন, “সবেমাত্র একটি কেন্দ্রে গিয়েছি। তবে বয়ষ্কদের তো ইভিএম নিয়ে সমস্যা হয় আর ভোটগ্রহণ শ্লো হয়, দেখা যাক...।”


ভোটারদের কেন্দ্রে আসার গতি ভালো জানিয়ে কায়সার নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেন।


ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি পরিবর্তনের যে স্বপ্ন দেখেছি, যে অঙ্গীকার করেছি, আমি বিশ্বাস করি, তাদেরকে ভোটকেন্দ্রে আসার জন্য, আমি বেশি উদ্বুদ্ধ করেছি। আমার দেখানো স্বপ্নে তারা কেন্দ্রে এসেছেন।”


“ভোটাররা যারা কেন্দ্রে আসছেন, আমি বিশ্বাস করি তারা পরিবর্তনের পক্ষে রায় দিচ্ছেন। জয় আমারই হবে।”


এক কক্ষে দুটি এলাকা হওয়া সত্ত্বেও দুজন পোলিং এজেন্ট থাকতে না দিয়ে একজন পোলিং এজেন্ট থাকতে দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।


“তবে প্রথম নৌকার দুজন এজেন্ট দেওয়া হলেও আপত্তি জানানোর পর একজন করেছে।”


সাংবাদিকদের সঙ্গে কথা বলার পরই তিনি দলীয় সমর্থকদের নিয়ে কেন্দ্র পরিদর্শনে বেরিয়ে যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us