সাড়ে ৩ ভরি স্বর্ণসহ চট্টগ্রামে চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

সমকাল প্রকাশিত: ১৪ জুন ২০২২, ২০:৫৮

চট্টগ্রাম নগরীর অলিগলিতে ভবঘুরে সেজে দিনরাত ঘুরে বেড়ান। কোনো বাড়িতে আলো না থাকলে, কোথাও দারোয়ান না থাকলে সুযোগ বুঝে ঢুকে পড়েন ভবনে। এরপর স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়। চুরি শেষে জানালার গ্রিল কেটে বের হয়ে আসে ভবনের পেছন দিক দিয়ে।


মঙ্গলবার নগরীতে দীর্ঘদিন ধরে বাসা-বাড়িতে চুরি করে আসা এমন চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে চুরি যাওয়া ৩ ভরি ৭ আনার স্বর্ণ ও চোরাই কাজে ব্যবহার করা যন্ত্রপাতি উদ্ধার করা হয়।


চোর চক্রের সদস্যরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার হাজীপরু ইউনিয়নের শাফায়েত হোসেন প্রকাশ রিফাত, কুমিল্লার মুরাদনগর থানার টনকি ছনপুর ইউনিয়নের মো. আশিক, চট্টগ্রামের বোয়ালখালী থানার ধলঘাট ইউনিয়নের বিজয় দত্ত ও রামু থানার রামুরাজারকুল ইউনিয়নের জয় পাল।


কোতোয়ালী থানার ইন্সপেক্টর রুবেল হায়দার জানান, চুরির পর ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় নজরদারির বাড়ানো হয়েছিল। সিসিটিভি ফুটেজের সহায়তায় শাফায়েত হোসেন রিফাতকে নগরের টেরীবাজার মোড় থেকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যে অন্যেদেরও গ্রেপ্তার করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us