আজ সুশান্ত সিং রাজপুতের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ১৪ জুন রহস্যজনক মৃত্যু হয়েছিল এই অভিনেতার। মৃত্যুর আগে মাত্র ৭ বছরের বেশি দীর্ঘ হয়েছিল তার অভিনয় জীবন। তবে, অভিনেতা হিসেবে তিনি তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন। টিভি থেকে ফিচার ফিল্ম সবক্ষেত্রেই ছিলেন দুর্দান্ত। তিনি কাই পো চে, এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি, কেদারনাথ এবং ছিছোড়েতে দারুণ অভিনয় করেন।
সংক্ষিপ্ত অভিনয় জীবনে সুশান্ত সিং রাজপুত কিছু চলচ্চিত্র প্রত্যাখ্যান করেন, যে সিনেমাগুলো সুপারহিট হয়েছিল। তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সেই সিনেমাগুলোর তথ্য জেনে নিন।
রাম লীলা, বাজিরাও মস্তানি, পদ্মাবত
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা তদন্তের সময় মুম্বাই পুলিশ যখন সঞ্জয় লীলা বানশালীকে জিজ্ঞাসাবাদ করেন তখন এই তথ্য সামনে আসে। তখন জানা যায়, সুশান্ত এই পরিচালকের ৩টি প্রধান চলচ্চিত্র - রাম লীলা, বাজিরাও মস্তানি এবং পদ্মাবত প্রত্যাখ্যান করেছিলেন। কারণ, সুশান্তের হাতে পর্যাপ্ত সময় ছিল না। পরে এসব সিনেমাতে রণবীর সিং অভিনয় করেন এবং রণবীরকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।