You have reached your daily news limit

Please log in to continue


আবার আষাঢ়

সকালে জানালার পর্দা সরাতেই মনটা ভালো হয়ে গেল। আকাশ মেঘলা, যেকোনো মুহূর্তে শুরু হয়ে যাবে বৃষ্টি। কাল বুধবার থেকে শুরু হবে বাঙালির ঝরো ঝরো মুখর বাদলের দিন। বৃষ্টি দেখতে দেখতে তারিয়ে চা পানের মুহূর্ত এসে গেল। আকাশ থেকে ঝরা ঝরনার নিচে মনভরে ভেজার সুযোগ। চলবে কদম, বেলি ও দোলনচাঁপার রাজত্ব।

বাড়ির ভেতর কিংবা বাইরে চার দেয়ালের সুরক্ষিত জায়গায় বসে ঝুম বৃষ্টির দৃশ্য সব সময়ই মনোরঞ্জক। ঝামেলা হয় তখনই, যখন আপনি বাড়ির বাইরে থাকেন। আগামী দুই থেকে আড়াই মাস যখনই বাড়ি থেকে বের হবেন, যখন-তখন বৃষ্টির কথাটা মাথায় রাখুন। সকালে কটকটা রোদ থাকলেও কথাটি ভুলবেন না। আষাঢ়–শ্রাবণে রোদেলা দিন মেঘলা হতে সময় লাগে না। ব্যাগে ছোট ছাতা রাখা থেকে শুরু করে পায়ে পানিনিরোধক স্যান্ডেল—এ সময়ে চলতে গেলে মেনে চলতে হবে ছোটখাটো এসব বিষয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন